Sunday, February 11, 2018

Contract Me

Facebook 

facebook logo

MY FACEBOOK



Call me:01611430003

বিশ্ববিদ্যালয়য়


 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

২০১৬-২০১৭ সেশনে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তড়িৎ প্রকৌশল বিভাগে ভর্তি হই।

বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিনে ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান অর্ন্তভূক্ত রয়েছে। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টি প্রাকৃতিক সৌন্দর্যের আধার। এখানে রয়েছে চট্টগ্রামের সর্ববৃহত বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। এই বিশ্ববিদ্যালয়ে অনেক উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী শিক্ষাগ্রহণ ও অধ্যাপনা করেছেন যার মধ্যে ১ জন নোবেল বিজয়ী এবং একাধিক একুশে পদক বিজয়ী অর্ন্তভূক্ত রয়েছেন। বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাঙ্কিং ২৭৮২ তম এবং দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে এর রাঙ্কিংক অবস্থান ২ য় তম। যদিও ১৯৯০-এর দশক থেকে এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দ্বারা প্রগাঢ়ভাবে রাজনৈতিক দলীয় ও সহিংস শিক্ষাঙ্গন রাজনীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কলেজ জীবন

সরকারি আশেক মাহমুদ কলেজ,জামালপুর।

1/28/2018



সরকারি শহীদ স্মৃতি কলেজ মুক্তাগাছা,ময়মনসিংহ।


২০১৪ সালে এস,এস,সি পাশের পড়ে অনেকটা বুকামি এবং অন্ধ মহে পড়ে সেখানে ভর্তি হয়। আমার ক্লাস রোল ছিলো ২৩।
বিভিন্ন কারনে ২০ সালের ডিসেম্বর এর শেষের দিকে আমি সেখান থেকে টি,সি নিয়ে সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর এ চলে আসি। তবে মুক্তাগাছায় কাটানো সময় গুলো আমাকে অনেক শিক্ষা দিয়েছে যা তার আগে আমি কখনো পাইনি।
উল্লেখ্য আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১৪ সালের জন্য সরকারি শহীদ স্মৃতি কলেজের ফ্ল্যাশ মূভ এর ভিডিও এডিটিং এবং তার প্রচার করি আমি, যা আজও ইউটিউব এ বহুল প্রচারিত।
1/26/2018
জামালপুর আমার নিজের জেলা শহর ছোট থেকেই খুব বেশি প্রিয় ছিলো এই ছোট্ট শহর অবশেষে আমার এখানে স্থায়ী ভাবে বসবাস করার সুযোগ হয়।তবে সেটি মাত্র ১ বছর ৬ মাসের জন্য। সরকারি আশেক মাহমুদ কলেজ আমাকে সেই সুযোগ দেয়।




আমাদের জামালপুর এর সেরা এবং বাংলাদেশের অন্যতম সেরা কলেজ থেকে আমি ২০১৬ সালে এইচ,এস,সি পাশ করি।
যাদের নাম না বললেই নয় আমার প্রিয় হাকিম স্যার,আশরাফ স্যার,রফিকুল স্যার,আকাশ ভাই,স্মরণ ভাই উল্লেখ্য। বন্ধুর ভিতরে রুবেল সিফাত আজও আমার ছায়া সংগী

স্কুল জীবন

৬১ নং লাহিড়ী কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ৫ম শ্রেণী পর্যন্ত পাড়া শেষে ২০০৮ সালে আমি খাজা শাহ্‌ সূফী ইউনুছ আলী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই।সেখান থেকে ২০১১ সালে ৮ম শ্রেণী পাশ করি। ২০১২ সালে ময়মনসিংহ জিলা স্কুলে ৯ম শ্রেণী তে ভর্তি হই।

আমার সম্পর্কে বিস্তারিত

Arifur Rahman Chowdhuy Anik
আমি আরিফুর রহমান চৌধুরী অনিক
anik jamalpur,anik chittagong university,anik boss

জামালপুর জেলার সদর উপজেলার ছোট একটি গ্রামে আমার জন্ম।গ্রামটি যদিও অনেক ছোট কিন্ত অনেক বেশি সুন্দর,গ্রামের মানুষ গুলোও খুব ভালো।