Sunday, February 11, 2018

আমার সম্পর্কে বিস্তারিত

Arifur Rahman Chowdhuy Anik
আমি আরিফুর রহমান চৌধুরী অনিক
anik jamalpur,anik chittagong university,anik boss

জামালপুর জেলার সদর উপজেলার ছোট একটি গ্রামে আমার জন্ম।গ্রামটি যদিও অনেক ছোট কিন্ত অনেক বেশি সুন্দর,গ্রামের মানুষ গুলোও খুব ভালো।

আপন বলতে যা বুঝায় আরকি।অত্যন্ত দুরন্ত আর খুবই আনন্দময় ছিল আমার দিন গুলো।বাবা মার সবথেকে আদরের ছেলে ছিলাম আমি।মা বাবার কাছে আজও আমি সেই ছোট্টটিই রয়ে গেছি।বেশি আদরের বলেই হয়তো কখনো আমাকে কাছ ছাড়া করতোনা আমার বাবা মা।একটি মধ্যবিত্ত পরিববারে আমার জন্ম হলেও কখনো কোন চাওয়া আমার অপূর্ণ রাখেন নি আমার বাবা মা।তাই হয়তো এইচ,এস,সি পরিক্ষা পাশ করার আগ পর্যন্ত কখনো মা আমাকে চখের আড়াল করেন নি।খুব ইচ্ছা করতো বাবা মা এর ধরা বাধা কাটিয়ে স্বাধীন ভাবে বাচতে কোন জ্যোৎস্না রাতে সাগর দেখতে অথবা পাহাড়ের গা বেয়ে দৌড়ে উঠতে ,ইঁচড়েপাকা যাকে বলে আরকি।এখন আমি চট্টগ্রাম থাকি আমার চিড়চেনা জামালপুর আর নান্দিনা থেকে প্রায় ৪০০ কি,মি দূরে যে স্বাধীনতা আমি চাইতাম তা হয়তো পেয়েছি সাগড় পাড়ে কতবার গিয়েছি হিসাব নেই আর পাহাড় তো নিত্য সংগি আজ আমার। কিন্তু এ যেন আমার চাওয়া না,খুব মনে পড়ে বাবা মা কে মা এর বকা গুলো খুব বেশি মনে পড়ে বাবার না প্রকাশ করা কাল্পনিক বকা গুলোকেও খুব মনে পড়ে।অনেক ভালোবাসি বাবা-মা আপনাদের।এখনো চাওয়ার আগেই আপনারা যেভাবে দেন আমায় পূর্ণ করে,মাঝে মাঝে মনে হয় যদি আমার চামড়া কেটে জুতা বানিয়ে দিতে পাড়তাম বাবা তোমায় আর মা এর পা মাথায় নিয়ে থাকতে পাড়তাম?
হয়তো মনটা শান্ত হত।
তবু জীবন চলে যাচ্ছে জীবন,খুব ছোটে যেতে ইচ্ছা করে আমার ছেলে বেলায় আমার সেই জীবনে।যদি পাড়তাম একটুও দুষ্টামি করতাম না মা তোমার বাধ্য ছেলে হতাম আমি।

No comments:

Post a Comment