Sunday, February 11, 2018

কলেজ জীবন

সরকারি আশেক মাহমুদ কলেজ,জামালপুর।

1/28/2018



সরকারি শহীদ স্মৃতি কলেজ মুক্তাগাছা,ময়মনসিংহ।


২০১৪ সালে এস,এস,সি পাশের পড়ে অনেকটা বুকামি এবং অন্ধ মহে পড়ে সেখানে ভর্তি হয়। আমার ক্লাস রোল ছিলো ২৩।
বিভিন্ন কারনে ২০ সালের ডিসেম্বর এর শেষের দিকে আমি সেখান থেকে টি,সি নিয়ে সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর এ চলে আসি। তবে মুক্তাগাছায় কাটানো সময় গুলো আমাকে অনেক শিক্ষা দিয়েছে যা তার আগে আমি কখনো পাইনি।
উল্লেখ্য আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১৪ সালের জন্য সরকারি শহীদ স্মৃতি কলেজের ফ্ল্যাশ মূভ এর ভিডিও এডিটিং এবং তার প্রচার করি আমি, যা আজও ইউটিউব এ বহুল প্রচারিত।
1/26/2018
জামালপুর আমার নিজের জেলা শহর ছোট থেকেই খুব বেশি প্রিয় ছিলো এই ছোট্ট শহর অবশেষে আমার এখানে স্থায়ী ভাবে বসবাস করার সুযোগ হয়।তবে সেটি মাত্র ১ বছর ৬ মাসের জন্য। সরকারি আশেক মাহমুদ কলেজ আমাকে সেই সুযোগ দেয়।




আমাদের জামালপুর এর সেরা এবং বাংলাদেশের অন্যতম সেরা কলেজ থেকে আমি ২০১৬ সালে এইচ,এস,সি পাশ করি।
যাদের নাম না বললেই নয় আমার প্রিয় হাকিম স্যার,আশরাফ স্যার,রফিকুল স্যার,আকাশ ভাই,স্মরণ ভাই উল্লেখ্য। বন্ধুর ভিতরে রুবেল সিফাত আজও আমার ছায়া সংগী

No comments:

Post a Comment